• Earn reward point, redeem on your next purchase JOIN US NOW

শূদ্রের পূজা ও বেদাধিকার – শ্রী দিগিন্দ্রনারায়ণ ভট্টাচার্য

Publisher : Chhonya - ছোঁয়া
325.00

ভূমিকা ও সম্পাদনা তপনকুমার মণ্ডল

দৃঢ়চেতা দিগিন্দ্রনারায়ণ ভট্টাচার্য সমাজ সংস্কারের সপক্ষে যে সব লেখা লিখেছেন এবং তাতে চাবুক মারার হাল ছাড়েন৷ এরকমই একটা সটান চাবুক ‘শূদ্রের পূজা ও বেদাধিকার’৷ হিন্দুধর্ম শাস্ত্র ঘেঁটে তিনি দেখিয়েছেন শূদ্রের পূজার এবং শূদ্র ও নারীর বেদ পাঠের অধিকার শাস্ত্রেই আছে।

Share:

 
Publisher Chhonya - ছোঁয়া
Binding Hardbound
Language Bengali

শতাধিক বৎসর পূর্বে ‘শূদ্রের পূজা ও বেদাধিকার’ গ্রন্থটি পাঠ করে নিম্নবর্ণের বহুব্যক্তি নিজেরা পূজা অর্চনা ও বেদপাঠ আরম্ভ করে দিয়েছিলেন এবং স্বজাতির বাড়িতে পৌরোহিত্য পর্যন্ত করেছিলেন৷ এই গ্রন্থ রচনার জন্যে লেখক দিগিন্দ্রনারায়ণ ভট্টাচার্য মহাশয়কে তাঁর স্বজাতীয় ব্রাহ্মণগণের কাছ থেকে বহু নিপীড়ন ও গালিগালাজ ভর্ৎসনা সহ্য করতে হয়েছিল৷
গোঁড়া ব্রাহ্মণগণ স্বার্থে ঘা লাগতে— তাঁকে নাস্তিক, কালাপাহাড়, পাষণ্ড বললেও মনে মনে অনেকেই তাঁর লেখনীকে ভয় করতেন, শ্রদ্ধাও করতেন৷ কালনার পণ্ডিত হেরম্বনাথ কাব্য-ব্যাকরণ-পুরাণ-সাংখ্যতীর্থ মহাশয় সে সময় লিখেছিলেন— ‘…আমি বিরলে বসিয়া বর্তমান সমাজ অবস্থার জন্য যাহা ভাবিতাম, আপনার জাতিভেদে ঠিক তাহাই লিপিবদ্ধ ও তাহার কর্তব্য প্রকাশ হইয়াছে, …আমাদের সমাজ লইয়া বড়ই বাধাবাধি, তাই কোনো কথা বলিবার উপায় নাই, ইচ্ছার বিরুদ্ধেও কার্য করিতে হয়৷ জানি না আর কতদিন এই ভাবে যাইবে৷ ‘আপনি লিখিয়াছেন তিরস্কার যোগ্য হইলেও তাহাই করিবেন— আপনার গুণে মুগ্ধ হইয়া পূজা করিতে ইচ্ছা করে৷’
শত তিরস্কার-নিপীড়নেও দৃঢ়চেতা দিগিন্দ্রনারায়ণ ভট্টাচার্য সমাজ সংস্কারের সপক্ষে যে সব লেখা লিখেছেন এবং তাতে চাবুক মারার হাল ছাড়েন৷ এরকমই একটা সটান চাবুক ‘শূদ্রের পূজা ও বেদাধিকার’৷ হিন্দুধর্ম শাস্ত্র ঘেঁটে তিনি দেখিয়েছেন শূদ্রের পূজার এবং শূদ্র ও নারীর বেদ পাঠের অধিকার শাস্ত্রেই আছে।

Book Review

Be the first to review “শূদ্রের পূজা ও বেদাধিকার – শ্রী দিগিন্দ্রনারায়ণ ভট্টাচার্য”

Your email address will not be published. Required fields are marked *

There are no reviews yet.

Books From Same Publication