• Earn reward point, redeem on your next purchase JOIN US NOW

Mayukh Chowdhury - ময়ূখ চৌধুরী

প্রসাদ রায় তথা ময়ূখ চৌধুরী জন্ম ১৯২৬ অধুনা বাংলাদেশে। কৈশোরেই কলকাতায় আগমন। ১৯৪২ সালে ভবানীপুর মিত্র স্কুল থেকে বাংলায় লেটার নিয়ে মেট্রিক পাশ। তারপর সরকারি আর্ট কলেজে ফাইন আর্টস বিভাগে ভর্তি হন। খেলাধুলাতেও আগ্রহ ছিল। সাঁতার, ফুটবল এবং বক্সিংয়ে বিশেষ পারদর্শী ছিলেন।
তার লেখা অ্যাডভেঞ্চার গল্প এবং কমিকস এর চরিত্র গুলি অসাধারণ। ময়ূখ চৌধুরী ছিলেন সত্যজিৎ রায় বেশ পছন্দের পাত্র। ১৯৬৩ সালে তার প্রথম রচনা ছাপা হয় সন্দেশ পত্রিকায়। তিনি কারো কাছে মাথা নত করে চলতেন না। সারা জীবন অনেক বিশ্বমানের গল্প এবং ছবি আমাদের উপহার দিয়েছেন। তিনি অকৃতদার ছিলেন মৃত্যুর পূর্বে অর্থাভাবে বেশ কষ্টের মধ্যে দিন যাপন করতে হয়েছিল। ১৯৯৬ সালের ৩০শে অক্টোবর শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে তার মৃত্যু হয়। তার কোন ফটোগ্রাফ পাওয়া যায়না।

Showing all 6 results