• Earn reward point, redeem on your next purchase JOIN US NOW

Soumyendranath Thakur - সৌম্যেন্দ্রনাথ ঠাকুর

ঠাকুর, সৌম্যেন্দ্রনাথ (১৯০১-১৯৭৪)  সাহিত্যিক, রাজনীতিবিদ ও বাগ্মী। ১৯০১ সালের ৮ অক্টোবর  জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তাঁর জন্ম। পিতা সুধীন্দ্রনাথ ঠাকুর। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তাঁর প্রপিতামহ এবং  রবীন্দ্রনাথ সম্পর্কে পিতামহ। প্রাথমিক শিক্ষা গ্রহণের পর সৌম্যেন্দ্রনাথ ক্লোবেল ইনস্টিটিউশনে ভর্তি হন এবং মিত্র ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিক (১৯১৭) ও  প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে অনার্সসহ বিএ পাস করেন।

সৌম্যেন্দ্রনাথ পারিবারিক বাধা অতিক্রম করে বিপ্লবী বাম রাজনীতির সঙ্গে যুক্ত হন।

১৯২৭ সালে সৌম্যেন্দ্রনাথ ‘দি রেভলিউশনারি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া’ গঠন করেন। তিনি রাজনীতির সঙ্গে সাহিত্য ও সঙ্গীতচর্চাও চালিয়ে যান। বিখ্যাত কল্লোল গোষ্ঠীর তিনি একজন বিশিষ্ট লেখক ছিলেন। তাঁর উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থা: বিপ্লবী রাশিয়া (১৯৩২),  যাত্রী (১৯৫০, আত্মজীবনী), রবীন্দ্রনাথের গান (১৯৫২), ভারতের শিল্পবিপ্লব ও রামমোহন, রাশিয়ার কবিতা (অনুবাদ, ১৯৪৫), কমিউনিজম অ্যান্ড ফ্যাসিজম (১৯৪১), ট্যাকটিক্স অ্যান্ড স্ট্রাটেজী অব রেভলিউশন (১৯৪৮) ইত্যাদি। তিনি ফরাসি ও জার্মান ভাষায়ও গ্রন্থ রচনা করেন। ফ্যাসিবাদের ওপর তাঁর বিভিন্ন সংকলন গ্রন্থের মধ্যে হিটলারিজম অ্যান্ড দি এরিয়ান রুল ইন জার্মানী অন্যতম। ১৯৭৪ সালের ২২ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়।

http://bn.banglapedia.org

Showing all 2 results