দক্ষিণ-পশ্চিম বাঙ্গলা ভাষা এবং নিতাই জানা
Author : Nitai Jana - নিতাই জানা
Publisher : C Books - দি সী বুক এজেন্সি
Publisher | C Books - দি সী বুক এজেন্সি |
Binding | Hardbound |
Language | Bengali |
লেখক নিতাই জানা এক গভীর প্রয়োজন থেকে এই কাজ করতে প্রবৃত্ত হয়েছেন। আমরা তাঁর ভূমিগত ভাষিক পরিচিতির দিকে তাকিয়ে পুরো ব্যাপারটা বিবেচনা করলে বিবেচনায় কিছুদূর ভুল হতে পারে। যেটা বলবার, এই পরিচিতিটা তাঁকে ভাষাটির স্বরূপ চিনতে কিছুটা সাহায্য করেছে, এই যা। মূলত তাঁর কাজ নিরপেক্ষ ভাষা-গবেষকের। তিনি সযত্ন অনুসন্ধানের মধ্যে দিয়ে বৃহৎ বঙ্গের একটি খণ্ড অংশের ভাষাকে সমগ্র বাঙালির কাছে, ভাষাজিজ্ঞাসুদের নিকটে মেলে ধরতে চেয়েছেন। এ তাঁর বাংলা ভাষার প্রতিই কর্তব্যপালন। যদিও খেদের কথা, লেখক উপভাষা অভিধা ব্যবহারের প্রতিষ্ঠানিক নির্দেশ অমান্য করতে পারলেন না।
ভাষাটি কথিত হয় মূলত দক্ষিণ-পশ্চিম সীমান্ত সন্নিহিত বাংলায়, অর্থাৎ দুই মেদিনীপুরের বেশ বড়োসড়ো অঞ্চলে। ভাষাবিজ্ঞানী সুনীতিকুমার যাকে বলেছিলেন ‘সুহ্ম-দেশীয় বা সুহ্মক বাঙ্গলা’। পরে জর্জ গ্রিয়ারসনের ‘সাউথ-ওয়েস্টার্ন বেঙ্গলি’ নামের সঙ্গে সংগতি রেখে নাম দেন ‘দক্ষিণ-পশ্চিম বাঙ্গলা’ এবং তিনি ওডিবিত্রল-য়ে সুহ্মক বাংলার বিষয়ে পূর্ণ আলোচনা করতে পারেননি বলে বাংলা ভাষার উদ্ভব ও বিকাশের ইতিহাসকে অসম্পূর্ণ মনে করেছেন। কিন্তু এ-ও তো সত্য জগতে কোনোকিছুই চিরকাল অসম্পূর্ণ থেকে যায় না। নিতাই জানা এই গ্রন্থের নির্বন্ধে তাকে সম্পূর্ণ করবার আন্তরিক চেষ্টা করেছেন। বাংলা ভাষার স্বতন্ত্র এই শাখার আলোচনা করতে গিয়ে লেখক লিঙ্গ, বচন, বিভক্তি, অনুসর্গ, সর্বনাম বিষয়ে বিশদে আলোকপাত করেছেন। করেছেন ধ্বনিতত্ত্ব ও রূপতত্ত্বের বিচার বিশ্লেষণ। সক্ষম হয়েছেন উচ্চারণের রূপরেখা উপস্থাপন করতে। সুহ্ম-দেশীয় প্রবাদের সংগ্রহ ছেপে ওখানকার মানুষের অন্তরের পটটি অঙ্কন করতে সফল হয়েছেন, যা এতকাল কাঙালের ধন হয়ে মুষ্ঠিতে লুকোনো ছিল। আর সব শেষে মুদ্রিত হয়েছে তিনটি নিবন্ধ, যা গ্রন্থটির মুখ্য প্রতিপাদ্য নয়। তবু যা ভাষার লেনাদেনার ইতিহাসের রাজনীতিকে তর্জনি দেখানোর স্পর্ধা রাখে।
Book Review
There are no reviews yet.