হয় নাই ফেরা শেষ পর্যন্ত – প্রিয়রঞ্জন পাল
Author : Priyaranjan Pal - প্রিয়রঞ্জন পাল
Publisher : Puja Prakashani
Publisher | Puja Prakashani |
Binding | Paperback |
Language | Bengali |
রায়গঞ্জের সাহিত্য-সংস্কৃতির জগতে প্রিয়রঞ্জন পাল পরিচিত মুখ। দীর্ঘদিন শিক্ষকতা করছেন শতাব্দী প্রাচীন রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ে। যেহেতু মানুষ গড়ার কারিগর, তাই বোধহয় মানুষ সম্পর্কে তাঁর আগ্রহও বেশি, পর্যবেক্ষণও গভীর। তবে নিভৃত সাহিত্য সাধনার বদলে মানুষের আন্দোলনে রাস্তায়ও নামেন, হয়তো সেখান থেকেই সংগ্রহ করেন সাহিত্যের উপাদান।
ছোটগল্প দিয়ে তাঁর সাহিত্য চর্চার শুরু প্রথম প্রকাশিত ছোটগল্প ‘বেওয়ারিশ’। আনন্দবাজারে প্রকাশিত তাঁর ‘গুরুমন্ত্র’ গল্পটি পাঠক সমাজে সাড়া ফেলেছে। অন্তর্জাল মাধ্যমে প্রকাশিত তাঁর ধারাবাহিক উপন্যাস ‘শাহী পথের সওয়ারী’ ভালোবাসা পেয়েছে পাঠকদের। অবিরল ঝর্ণাধারার মত প্রিয়রঞ্জন পালের কলম থেকে উৎসারিত হয় উপভোগ্য সব ছড়া। অসম্ভব ভালো বাগ্মী প্রিয়রঞ্জন পাল কথা বয়নেও সুদক্ষ। তাঁর মন কৃষিকাজ জানে বলেই হয়তো মননের জমিন কখনও পতিত থাকেনা, সেখানে প্রতিনিয়ত উৎপাদিত হয় সৃজনশীলতার স্বর্ণ-সম্ভার। লিখন-তপন ব্ৰহ্ম।
একাত্তরের এপ্রিল – পাক ঘাতক, দালালদের মাত্রাছাড়া অত্যাচারে হারিয়ে যায় বহু প্রাণ, মান খোয়া যায় অসংখ্য নারীর। বাধ্য হয়ে সীমান্ত পেরিয়ে লক্ষ লক্ষ শরণার্থীর সঙ্গে ভারতে আশ্রয় নেয় ‘হয় নাই ফেরা’ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র বুলবুলিও। প্রথমে শরণার্থী শিবিরে এবং পরে রায়গঞ্জের আত্মীয়বাড়িতে। তবে জানকবুল লড়াই জারি থাকে বধ্যভূমি পূর্বপাকিস্তানে। দশমাসের দাঁত চেপা লড়াই শেষে স্বাধীন হয়। বাংলাদেশ। কিন্তু স্বাধীন বাংলাদেশে কি ফিরতে পারে বুলবুলি ? বাংলাদেশের স্বাধীনতাতেই এই উপন্যাস শেষ হয়ে যায়, না, সত্তরের দশকের অনেকটা সময় জুড়ে দুই বাংলায় আবর্তিত হতে থাকে কাহিনী।
দেশভাগ নিয়ে এ বাংলায় উপন্যাসের সংখ্যা অসংখ্য, অনেকগুলো কালজয়ী। কিন্তু দুই পর্ব মিলিয়ে ‘হয় নাই ফেরা’ স্বকীয়তা অর্জন করেছে ভিন্ন কারণে। এই পশ্চিমবঙ্গীয় লেখক দেশভাগ পরবর্তী পূর্ব- পাকিস্তানে শুধু উঁকি দেন নি, ওপারের বগুড়া এবং এপারের রায়গঞ্জের যৌথ পটভূমিতে দক্ষতার সঙ্গে এঁকেছেন টানাপোড়েন ও অনিশ্চয়তার ছবি। দুই বাংলা নিয়ে এক মলাটে সত্তরের দশকের অনেকটা সময়ের গল্প তিনি বলেছেন এই উপন্যাসটিতে।
About the Author
রায়গঞ্জের সাহিত্য-সংস্কৃতির জগতে প্রিয়রঞ্জন পাল পরিচিত মুখ। দীর্ঘদিন শিক্ষকতা করছেন শতাব্দী প্রাচীন রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ে। ছোটগল্প দিয়ে তার সাহিত্য চর্চার শুরু, প্রথম প্রকাশিত ছোটগল্প ‘বেওয়ারিশ’। আনন্দবাজারে প্রকাশিত ‘গুরুমন্ত্র’ গল্পটি পাঠক সমাজে সাড়া ফেলেছে৷ অন্তর্জাল মাধ্যমে প্রকাশিত তার ধারাবাহিক উপন্যাস ‘শাহী পথের সওয়ারী’।
Book Review
There are no reviews yet.