বইয়ের নাম: ও কুমির, তোর জলকে নেমেছি
Author : Nirmal Haldar
Publisher : Anushongik - আনুষঙ্গিক
নির্মল হালদারের সত্তর বছর জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রকাশিত একটি সুদীর্ঘ সাক্ষাৎকার।
নির্মল হালদার— আত্মজন; অতি কাছের মানুষ, তাই তিনি কবি নাকি মহাকবি— কবিতা সহজ লেখেন না জটিল— সবসময় শুভবোধের কথা লিখেছেন না ধ্বংস, বিষাদ, ক্ষুধা এইসব লিখেছেন সেই কঠিন অ্যাকাডেমিক যাত্রাপথ অতিক্রম করার ক্ষমতা আমাদের হয় নি। দূরত্ব কমে গেলে দৃষ্টির থেকেও গন্ধ, স্পর্শ, শব্দ মহীয়ান হয়ে ওঠে। কবিতার বই পেরিয়ে, অক্ষর আর অক্ষরহীনতা অতিক্রম করে কবি হয়ে ওঠেন বন্ধু। বন্ধুর সঙ্গে জমে ওঠে আড্ডা। সেই আড্ডা সময় অতিক্রম করে যায়, বিষয় অতিক্রম করে যায়, বয়সের বেড়া অতিক্রম করে অতীত বর্তমান আর ভবিষ্যতকে একই টেবিলে বসিয়ে পরিবেশন করে সুসময়।
এক কথায় এই বই এক মহাজাগতিক আড্ডা।
Publisher | Anushongik - আনুষঙ্গিক |
Pages | 174 |
Binding | Hardbound |
Language | Bengali |
About the Author
নির্মল হালদারের জন্ম ৭ আগস্ট ১৯৫৪ লাল মাটির দেশ পুরুলিয়ায়। পিতা ব্রজেন্দ্রনাথ হালদার, মাতা “মায়া হালদার। কবিতা-অন্ত প্রাণ মানুষটির কবিজন্ম লালিত হয়েছে চার দিদির স্নেহে, অনুপ্রেরণায়। বড়দাদা নারায়ণ চন্দ্র হালদারের প্রতিও কবির অশেষ ঋণ। পুরুলিয়ার লোকজীবন তাঁর অন্বেষণের বিষয়। এ-যাবৎ কুড়িটির বেশি কাব্যগ্রন্থের রচয়িতা। কয়েকটি উপন্যাসও রচনা করেছেন। জীবন ও কবিতা বিষয়ে মুক্তগদ্য রচনায় বিশেষ আগ্রহী।
Book Review
There are no reviews yet.