স্ট্যালিন প্রসঙ্গে সম্পাদনা: বদরুদ্দীন উমর
Publisher : Bahuswar Prokashoni - বহুস্বর প্রকাশনী
সীমিত সামর্থ্য, প্রবল সংগ্রামী চেতনা এবং আপসহীন মার্কসবাদী দীক্ষার উপর ভর করে সে আমাদের উপহার দিয়েছে ফাশিষ্ট-মুক্ত এক পৃথিবী! কিন্তু ‘অমৃতকাল’-বাসী আমাদের কাছে যে-প্রশ্নটি অস্বস্তিদায়ক হয়ে দাঁড়ায়, তা হল এই এতকিছু একসঙ্গে মাত্র কুড়ি বছরে কী করে সম্ভব হল? স্ট্যালিনের অপরিহার্যতা আসলে ঠিক এখানেই। দেশগঠন থেকে ফাশিষ্ট মোকাবিলা- সবেতেই তাঁর সম্বল ছিল সোভিয়েত জনগণ। আবার অন্যদিকে সোভিয়েত জনগণের সার্বিক সুনিশ্চিতির ভরসাস্থল ছিলেন কমরেড স্ট্যালিন। অর্থাৎ ব্যাপারটা ছিল উভয়ত।
Publisher | Bahuswar Prokashoni - বহুস্বর প্রকাশনী |
Binding | Paperback |
Language | Bengali |
জরাজীর্ণ, দুর্ভিক্ষপীড়িত রাশিয়ায় ১৯১৭-উত্তর পর্যায়ে লেনিনের নেতৃত্বে যে বিকল্প সমাজব্যবস্থা-গঠনের প্রক্রিয়া শুরু হয়েছিল, পরবর্তীকালে লেনিনের মৃত্যুর পর, তাতে যোগ্য নেতৃত্বদান করেন কমরেড স্ট্যালিন। তাঁর নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন একদিকে যখন উন্নততর মানবসম্পদ গড়ে তোলার মধ্যে দিয়ে কৃষি-শিল্প-উৎপাদনে স্বনির্ভরতা অর্জন করছে, তখন অন্যদিকে তাকে মোকাবিলা করতে হচ্ছে বিদেশি মদতপুষ্ট একের-পর-এক অন্তর্ঘাত, গৃহযুদ্ধ এবং সর্বোপরি দ্বিতীয় বিশ্বযুদ্ধকে। সীমিত সামর্থ্য, প্রবল সংগ্রামী চেতনা এবং আপসহীন মার্কসবাদী দীক্ষার উপর ভর করে সে আমাদের উপহার দিয়েছে ফাশিষ্ট-মুক্ত এক পৃথিবী! কিন্তু ‘অমৃতকাল’-বাসী আমাদের কাছে যে-প্রশ্নটি অস্বস্তিদায়ক হয়ে দাঁড়ায়, তা হল এই এতকিছু একসঙ্গে মাত্র কুড়ি বছরে কী করে সম্ভব হল? স্ট্যালিনের অপরিহার্যতা আসলে ঠিক এখানেই। দেশগঠন থেকে ফাশিষ্ট মোকাবিলা- সবেতেই তাঁর সম্বল ছিল সোভিয়েত জনগণ। আবার অন্যদিকে সোভিয়েত জনগণের সার্বিক সুনিশ্চিতির ভরসাস্থল ছিলেন কমরেড স্ট্যালিন। অর্থাৎ ব্যাপারটা ছিল উভয়ত। এই ছিল স্ট্যালিনের অন্যতম শিক্ষা। বর্তমানে বিশ্বজনীন সংকটে ভারত তথা বিশ্বের বেশকিছু দেশে যখন ‘রামরাজত্ব’ জাঁকিয়ে বসছে, তখন স্ট্যালিনের এই শিক্ষা আমাদের বিশেষ কোনো দিকনির্দেশ করলেও করতে পারে। এই প্রত্যয়ে প্রকাশ করা হল স্ট্যালিন প্রসঙ্গে।
Book Review
There are no reviews yet.